বাসস ক্রীড়া-৯ : এনগারাভার পরিবর্তে জিম্বাবুয়ে দলে এমপোফু

152

বাসস ক্রীড়া-৯
জিম্বাবুয়ে-এমপোফু
এনগারাভার পরিবর্তে জিম্বাবুয়ে দলে এমপোফু
ঢাকা, ২৯ অক্টোবর, ২০১৮(বাসস) : ইনজুরির রিচার্ড এনগারাভা কারণে নাম প্রত্যাহার করায় বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে জিম্বাবুয়ে দলে ডাক পেলে ক্রিস্টোফার এমপোফু। বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে কুচকির ইনজুরিতে পড়েন এনগারাভা। তার বদলি হিসেবে টাইগার দলের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে এমপোফুকে দলভুক্ত করেছে জিম্বাবুয়ে।
টেস্ট অভিষেকের অপেক্ষায় ছিলেন ২০ বছর বয়সী এগারাভা। তবে ওয়ানডে সিরিজে চট্ট্রগামে গত শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে বোলিং করার সময় ইনজুরিতে পড়ায় তার অপেক্ষার প্রহর বাড়লো।
জিম্বাবুয়ে জাতয়ি ক্রিকেট দলের ফিজিওথেরাপিস্ট আনেসু মুপোতারিঙ্গা বলেন, ‘এনগারাভা কুচকির ইনজুরিতে পড়েছেন শেষ ওয়ানডের বড় তিনি ব্যথা অনুভব করার কথা জানিয়েছেন। এমনকি অতিদ্রুত ব্যবস্থা সত্ত্বেও টেস্ট সিরিজের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন না।’
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওযাশ হওয়ার পর এবার লংগার ভার্সনে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে।
সিলেটে আগামী ৩-৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ঢাকাতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১১-১৫ নভেম্বর।
জিম্বাবুয়ে দল : হ্যামিলটন মাসাকাদজা(অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডান টেইলর, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেজিস চাকাবা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্র্যান্ডন মাভুতা, জন নিয়াম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপোফু।
বাসস/স্বব/১৭৫৫/মোজা/এমএইচসি