খুলনায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

401

খুলনা, ২৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আজ সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। এবারে দিবস দুটির প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এবং ‘হাত ধোব নিয়মিত, থাকবো স্বাস্থ্যসম্মত’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. সুশান্ত কুমার রায়, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার এস এম ফজলুল রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) জিয়াউর রহমান এবং খুলনা ইউনিসেফের বিভাগীয় প্রধান মো. কফিল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম ওয়াহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগরের সাবেক কমান্ডার অধ্যাপক মো. আলমগীর কবির এবং ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। বর্তমান স্যানিটেশন পরিস্থিতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী প্রকৌশলী জয়ন্ত মল্লিক। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দারের নেতৃত্বে শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে হাত ধোয়া কৌশল প্রদর্শন অনুষ্ঠিত হয়। বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সিটি কর্পোরেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।