বাসস বিদেশ-২ : ১৮৮ যাত্রী ও ক্রুসহ ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

338

বাসস বিদেশ-২
ইন্দোনেশিয়া-বিমান-নিখোঁজ
১৮৮ যাত্রী ও ক্রুসহ ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ
জাকার্তা, ২৯ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইন্সের একটি বিমানে খোঁজ পাওয়া যাচ্ছে না। ১৮৮ যাত্রী ও ক্রুসহ বিমানটি সোমবার বিধ্বস্ত হয়েছে বলে আশংকা করা হচ্ছে। পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানান।
এটি উড্ডয়নের পরপরই নিখোঁজ হয়। খবর এএফপি’র।
পরিবহন মন্ত্রণালয়ের বেসামরিক বিমান পরিবহন দপ্তরের মহাপরিচালক সিঁধু রাহায়ু বলেন, ‘বিমানটিতে ১৮৮ আরোহী ছিল। এদের মধ্যে ১৭৮ প্রাপ্ত বয়স্ক যাত্রী, তিন শিশু, দুই পাইলট ও পাঁচজন সেবক রয়েছেন।’
এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিমানটি রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে বিমানবন্দরে ফিরে আসার অনুরোধ জানিয়েছিল।’
বাসস/এমএজেড/১০৫৪/-কেএআর