বাজিস-৬ : গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে তিন শিশু গুরুতর দগ্ধ : ৩ জনেরই অবস্থা আশঙ্কাজনক

340

বাজিস-৬
গাজীপুর-তিন শিশু
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে তিন শিশু গুরুতর দগ্ধ : ৩ জনেরই অবস্থা আশঙ্কাজনক
ঢাকা, ২৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : রাজধানীর অদূরে গাজীপুর মহানগরী শিল্পনগরী টঙ্গী পূর্ব থানার গোপালপুর হাজীপাড়া এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে তিনজন শিশু দগ্ধ হয়েছে। দগ্ধ শিশুরা হলোÑ মো. জিহাদ (১১), অনিক দেওয়ান (১১) ও রাকিবুল ইসলাম রাকিব (১২)। তাদেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক।
আজ রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানার গোপালপুর হাজীপাড়া এলাকায় ফিরোজ দেওয়ানের বাড়িতে এ দুঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন আজ রোববার সন্ধ্যায় বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, আজ রোববার দুপুর ৩টার দিকে গাজীপুর মহানগরী শিল্পনগরী টঙ্গী পূর্ব থানার গোপালপুর হাজীপাড়া এলাকায় ফিরোজ দেওয়ানের বাড়ির তৃতীয় তলায় খেলা করছিল অনিক দেওয়ান (১০), মো. জিহাদ (১১) ও রাকিবুল ইসলাম রাকিব (৯) নামে তিন শিশু। এ সময় বাসার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে তারা দগ্ধ হয়। পরে তাদের বিকেলে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অনিকের পিতার নাম ফিরোজ দেওয়ান। জিহাদের পিতার নাম মিসকিন আলী ও রাকিবের পিতার নাম বাবলু মিয়া। দগ্ধ ৩ শিশুর বাসা ও একই এলাকায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বাসসকে জানান, টঙ্গীর গোপালপুর হাজীপাড়া এলাকায় ফিরোজ মিয়ার তিন তলা বাড়ির ছাদে খেলা করছিল অনিক, রাকিব ও জিহাদ। এক পর্যায়ে তারা ওই বাড়ির ছাদের পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তিন শিশুকে দ্রুত উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়
এসআই মো. বাচ্চু মিয়া আরো জানান, দগ্ধ তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক। অনিকের ১৪ শতাংশ, জিহাদের ৩০ শতাংশ, রাকিবের ১০ শতাংশ পুড়ে গেছে। তাদের সকলেরই মুখমন্ডল ঝলসে গেছে।
বাসস/সংবাদদাতা/রশিদ/২০৪৫/-মরপা