বাসস ক্রীড়া-১০ : পঞ্চম রাউন্ড শুরুর আগে জাতীয় লিগের পয়েন্ট টেবিল

330

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-এনসিএল
পঞ্চম রাউন্ড শুরুর আগে জাতীয় লিগের পয়েন্ট টেবিল
ঢাকা, ২৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : আগামীকাল থেকে শুরু হচ্ছে ২০তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড। প্রথম চার রাউন্ড শেষে প্রথম স্তরে পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে রাজশাহী বিভাগ। দ্বিতীয় স্তরের শীর্ষে রয়েছে ঢাকা মেট্রো।
চার রাউন্ড শেষে প্রথম স্তরে ১জয় ও ৩ড্র’তে ২২ দশমিক ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাজশাহী। ১জয় ও ৩ড্র নিয়ে ১৭ দশমিক ৯৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রংপুর বিভাগ।
এই স্তরে পয়েন্ট তালিকার তৃতীয়স্থানে রয়েছে বরিশাল বিভাগ। জয়হীন থাকা বরিশালের সংগ্রহে আছে ১১ দশমিক ১১ পয়েন্ট। লিগে ৩ড্র ও ১হারের স্বাদ নিয়েছে তারা।
বরিশালের মত জয়হীন খুলনা বিভাগও। লিগে ৩ড্র ও ১হারে ১১ দশমিক ০৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে খুলনা।
দ্বিতীয় স্তরে পয়েন্ট টেবিলের শীর্ষ ঢাকা মেট্রো। ১জয়, ১হার ও ২ড্র’তে ২০ দশমিক ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ঢাকা মেট্রো। এই তালিকায় পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে চট্টগ্রাম বিভাগ। ১জয়, ১হার ও ২ড্র নিয়ে ১৫ দশমিক ৫ পয়েন্ট সংগ্রহে রয়েছে চট্টগ্রাম বিভাগের।
১টি করে জয় ও হারের সাথে ২ড্র’তে ১৫ দশমিক ৩৮ পয়েন্টে টেবিলের তৃতীয়স্থানে ঢাকা বিভাগ। ১টি করে জয় ও হারের সাথে ২ড্র’তে ১৪ দশমিক ৬২ পয়েন্টে টেবিলের চতুর্থস্থানে সিলেট বিভাগ।
জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট টেবিল (প্রথম স্তর) :
দল খেলা জয় হার টাই ড্র পয়েন্ট
রাজশাহী বিভাগ ৪ ১ ০ ০ ৩ ২২.৮১
রংপুর বিভাগ ৪ ১ ০ ০ ৩ ১৭.৯৩
বরিশাল বিভাগ ৪ ০ ১ ০ ৩ ১১.১১
খুলনা বিভাগ ৪ ০ ১ ০ ৩ ১১.০৪
জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট টেবিল (দ্বিতীয় স্তর) :
দল খেলা জয় হার টাই ড্র পয়েন্ট
ঢাকা মেট্রো ৪ ১ ১ ০ ২ ২০.৫৯
চট্টগ্রাম বিভাগ ৪ ১ ১ ০ ২ ১৫.৫
ঢাকা বিভাগ ৪ ১ ১ ০ ২ ১৫.৩৮
সিলেট বিভাগ ৪ ১ ১ ০ ২ ১৪.৬২
বাসস/এএমটি/২০২৫/নীহা