মুশফিক-আশরাফুলকে দলে নিলো চিটাগং ভাইকিংস

307

ঢাকা, ২৮ অক্টোবর ২০১৮ (বাসস) : বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলকে দলে নিয়েছে চিটাগং ভাইকিংস। আজ রাজধানির একটি হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রিটেইন খেলোয়াড় হিসেবে মুশফিককে এবং ‘বি’ ক্যাটাগরিতে আশরাফুলকে দলে নেয় চিটাগং। এছাড়াও এই দিন সৌম্য সরকারকে রাজশাহী কিংস, রুবেল হোসেনকে ঢাকা ডায়নামাইটস, মোসাদ্দেক হোসেনকে চিটাগং ভাইকিংস, আফিফ হোসেনকে সিলেট সিক্সার্স, আবু হায়দার রনিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং শফিউল ইসলামকে দলে নেয় চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
আজ বিপিএল ড্রাফটের শুরুতে বিসিবির প্রয়াত পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এবারের প্লেয়ার ড্রাফটের প্রধান আর্কষন ছিলেন মুশফিক। কিন্তু মুশফিককে দলে পেতে আগের রাতেই আবেদন করে চিটাগং ভাইকিংস। চিটাগং-এর আবেদনে সাড়া দেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। তাই মুশফিককে ড্রাফটে আর তোলা হয়নি। ফলে আইকন হিসেবে মুশফিক দলে ভেড়ায় চিটাগং। ৭৫ লাখ টাকায় মুশিকে দলে নেয় চিটাগং।
এদিকে, ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠে আশরাফুলের বিপক্ষে। ম্যাচ গড়াপেটা নিয়ে অভিযোগ স্বীকার করায় পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন অ্যাশ। ঐ আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেন তিনি। পরবর্তীতে বহিষ্কার করা হয় ঢাকা গ্লাডিয়েটর্সকেও।
গত ১৩ আগস্ট আশরাফুলের পাঁচ বছর মেয়াদি নিষেধাজ্ঞার শেষ হয়। ফলে এ বছর বিপিএলের প্লেয়ার ড্রাফটে অন্তর্ভুক্ত হয় আশরাফুলে নাম। নিলামের প্রথম পাঁচ রাউন্ডে লোকাল খেলোয়াড়ের ‘বি’ ক্যাটাগরিতে আশরাফুলের ব্যাপারে কোন দলই আগ্রহ দেখায়নি। তবে ষষ্ঠ রাউন্ডে চিটাগং ভাইকিংস দলে ভেড়ায় আশরাফুলকে। ১৮ লাখ টাকায় দল পেলেন অ্যাশ।
এছাড়া বিদেশী ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ২ লাখ ডলারে আফ্রিদিকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দেশি খেলোয়াড়দের মধ্যে দল পাননি শাহরিয়ার নাফিস, জুবায়ের হোসেন লিখন ও সাইফ হাসান।
বিপিএল কে কোন দলে সেদিকে একবার চোখ বুলানো যাক।
রংপুর রাইডার্স : মাশরাফি বিন মর্তুজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, রবি বোপারা, রিলি রৌশ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনি, বেনি হাওয়েল, ওশানে থমাস।
ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান, সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্রু বার্জ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।
রাজশাহী কিংস : মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জাঙ্কার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভেনস, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেনদোয়েশ্চেত, সেক্কুজে প্রসন্নœ, মোহাম্মদ সামি।
সিলেট সিক্সার্স : নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচান, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলোক কাপালি, জাকির আলী, গুলবাদিন নাইম, আন্দ্রে ফ্লেচার, মেহেদি হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।
খুলনা টাইটানস : মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, মোহাম্মদ আল আমিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহিরুল ইসলাম অমি, জহির খান, সেলফেইন রাদারাফোর্ড, শুভাশীষ রয়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেইলর।
কুমিল্লা ভিক্টোরিয়ানস : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দীন, শোয়েব মালিক, আসিলা গুনারতেœ, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই, আমের ইয়ামিন।
চিটাগং ভাইকিংস: সিকান্দার রাজা, লুক রঞ্চি, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, নজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, রবি ফ্রাইলিংক, নাইম হাসান, সৈয়দ খালেদ, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, ক্যামেরুন দেলপোর্ট, দাসুন শানাকা, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান, নাজিবুল্লাহ জাদরান, সাদমান ইসলাম।