বাসস প্রধানমন্ত্রী-২ (প্রথম কিস্তি) : পার্বত্য চট্টগ্রামে আর কোন সংঘাত নয় : প্রধানমন্ত্রী

220

বাসস প্রধানমন্ত্রী-২ (প্রথম কিস্তি)
শেখ হাসিনা-পার্বত্য চট্টগ্রাম-কমপ্লেক্স
পার্বত্য চট্টগ্রামে আর কোন সংঘাত নয় : প্রধানমন্ত্রী
ঢাকা, ২৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পাহাড়ে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন এবং পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) ভূমি বিরোধ নিরসনে ভূমি কমিশনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আজ বিকেলে রাজধানীর বেইলী রোডে ‘শেখ হাসিনা চট্টগ্রাম হিল ট্রাক্টস্ কমপ্লেক্স’-এর উদ্বোধনকালে বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রামে আর কোন অশান্তি ও সংঘাত চাই না। আমরা চাই ওই অঞ্চলের লোকের ভাল থাকুক এবং সেখানে শান্তি বজায় থাকুক।’
শেখ হাসিনা বলেন, শান্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামসহ দেশ সমৃদ্ধি অর্জন করবে। তিনি আরো বলেন, শান্তির পথেই অগ্রগতি অর্জিত হয়।
চলবে/-বাসস/এসএইচ/অনু-জেহক/১৯২২/মমআ/-আরজি