বাসস দেশ-১৭ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত চিত্রকর্ম ও সূঁচিশিল্প প্রদর্শনীর সমাপ্ত

158

বাসস দেশ-১৭
কাদের-ঢাবি-হাসুমণি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত চিত্রকর্ম ও সূঁচিশিল্প প্রদর্শনীর সমাপ্ত
ঢাকা, ২৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে হাসুমণির পাঠশালা ও জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজিত চিত্রকর্ম ও সূঁচিশিল্প প্রদর্শনী আজ রোববার শেষ হয়েছে।
রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে বিভিন্ন কর্মশালায় আঁকা প্রধানমন্ত্রীর ৭১টি প্রতিকৃতি এবং জামালপুরের ঐতিহ্যবাহী সূঁচিশিল্প নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বরেণ্য শিল্পী অধ্যাপক জামাল আহমেদ ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. মাকছুদুর রহমান পাটওয়ারী উপস্থিত ছিলেন।
গত ১২ অক্টোবর শুক্রবার বাংলাদেশ জাতীয় জাদুঘরে নবীন-প্রবীণ শিল্পীদের আঁকা প্রধানমন্ত্রীর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৭১টি আঁকা প্রতিকৃতি ও জামালপুরের ১০১টি সূঁচিশিল্প নিয়ে এই প্রদর্শনীর শুরু হয়।
বাসস/সবি/এমএএস/১৭৩০/-কেএমকে