বাসস দেশ-১২ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামকে আলাদা ভাবে গুরুত্ব দেয়া হবে : ইসি সচিব

178

বাসস দেশ-১২
ইসি সচিব-স্মার্ট কার্ড
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামকে আলাদা ভাবে গুরুত্ব দেয়া হবে : ইসি সচিব
বান্দরবান, ২৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হেলালুদ্দীন আহমেদ বলেছেন, পার্বত্য তিন জেলায় জাতীয় সংসদ নির্বাচনে আলাদা আইনশৃংখলা ব্যবস্থার পাশাপাশি সেনাাবাহিনীর সহায়তা নেয়া হবে।
আজ রোববার দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলায় ষ্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হেলালুদ্দীন আহমেদ বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামকে আলাদা ভাবে গুরুত্ব দেয়া হবে এবং সাজাপ্রাপ্ত কোন ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহেই নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করবেন এবং ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা নির্বাহী কমকর্তা নুর-এ-জান্নাত রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান, আলীকদম সেনাজোনের উপ-অধিনায়ক মেজর এ এইচ এম ফখরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, ফাতেমা পারুল জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.ইসমাইল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৩০জন স্থানীয় ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৭০০/-কেজিএ