বাসস দেশ-১১ : খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

201

বাসস দেশ-১১
কেএমআরএফ-বৃত্তি প্রদান
খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান
সিরাজগঞ্জ, ২৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন (কেএমআরএফ)-এর উদ্যোগে আজ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে।
জেলার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৬২৭ ছাত্র-ছাত্রীকে সম্মাননা এবং অষ্টম ও দশম শ্রেণীর ৩৫১ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা সনদ ও বৃত্তির টাকা তুলে দেন।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এবং অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. রায়হান বক্তব্য রাখেন।
সংগীত শিল্পী শুভ্রদেবের সুরের মূর্ছনায় ও অভিনেতা মীর সাব্বিরের উপস্থিতি ছাত্র-ছাত্রীদের আনন্দে মাতিয়ে রাখে।
বাসস/এএসজি/এমএএস/১৭০০/-কেজিএ