১/১১এর কুশিলবরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে : কামরুল ইসলাম

217

ঢাকা, ২৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ১/১১-এর কুশিলবরা আবারও একটি অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু করেছে। আর এ জন্যই ডা. কামাল হোসেন বিএনপি’র সাথে জোট করেছে।
আজ রোববার দুপুরে সাভারের ঝাউচরে এক সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
তেতুঁলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সায়েম মোল্লা, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাবেক লগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপি নেতৃত্ব শূন্যতায় ভুগছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, তাদের একজন নেত্রী দুর্নীতির দায়ে জেলখানায়, আরেকজন হত্যাসহ দুর্নীতির দায়ে বিদেশে পালিয়ে রয়েছে।
তিনি বলেন, কোন ধরনের হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না, ৭ দফা দাবি অযৌক্তিক। কোন অযৌক্তিক দাবি মানা হবে না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে আর সে নির্বাচনে দেশের সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করবে।
পরে খাদ্যমন্ত্রী শিক্ষা অধিদপ্তরের অধীনে ৭২ লাখ টাকা ব্যায়ে ঝাউচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ধোধন করেন।