বাসস সংসদ-৫ : সংসদে কাস্টমস বিল, ২০১৮ উত্থাপন

375

বাসস সংসদ-৫
বিল-উত্থাপন
সংসদে কাস্টমস বিল, ২০১৮ উত্থাপন
সংসদ ভবন, ২৭ অক্টোবর, ২০১৮ (বাসস) : বিদ্যমান কাস্টমস আইনকে আরো সহজ, স্বচ্ছ, জবাবদিহিমূলক, যুগোপযোগী করে নতুন আইন প্রণয়নে প্রয়োজনের বিধান প্রস্তাব করে কাস্টমস বিল, ২০১৮ আজ সংসদে উত্থাপন করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করেন।
বিলে কাস্টমস কর্মকর্তা নিয়োগ, কাস্টমস কর্মকর্তাগণের ক্ষমতা ও কর্তব্য, ক্ষমতা অর্পণ, কাস্টমস কর্মকর্তাগণকে সহায়তা, ইনকোয়েস্টের দায়িত্ব থেকে অব্যাহতি, কাস্টমস বন্দর, কাস্টমস বিমান বন্দর ইত্যাদির ঘোষণা, অবতরণ স্থান অনুমোদন এবং কাস্টমস স্টেশনের সীমানা নির্ধারণের ক্ষমতা, ওয়্যারহাউসিং স্টেশন ঘোষণার ক্ষমতা, সরকারি ওয়্যার হাউস নিয়োগ ক্ষমতা, বেসরকারি ওয়ার হাউসের লাইসেন্স প্রদান, ইলেকট্রনিক রেকর্ড এবং পেমেন্ট, আমদানি-রপ্তানি নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ, কাস্টমস শুল্ক আরোপ, অব্যাহতি এবং প্রত্যর্পণ, কাস্টমস গ্যারান্টি, যানবাহন আগমন এবং প্রস্থান, কাস্টমস স্টেশনে যানবাহন সংশ্লিষ্ট সাধারণ বিধানাবলী, কার্গো খালাস এবং পণ্যের অন্তর্মুখী এন্ট্রি, পণ্যের ঘোষণা এবং ছাড়করণ, পণ্যের ছাড় ও ছাড় পরবর্তী, নিরীক্ষা, অস্থায়ী আমদানি, ইনওয়ার্ড, আউটওয়ার্ড প্রসেসিং পদ্ধতি, ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট বাণিজ্য, রপ্তানি বা জাহাজিকরণ এবং পুনরায় নামানো, রসদ ও ভান্ডার সামগ্রী, উপকূল পণ্য ও নৌযান সম্পর্কিত বিধানাবলীসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে বিধান লংঘনে সংঘটিত অপরাধে সুনির্দিষ্ট দন্ড প্রদানের বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা করে চার সপ্তাহের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বাসস/এমআর/২০১০/বেউ/-আসচৌ