বাসস দেশ-২৬ : শিল্পায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ড. ফরাসউদ্দিন

307

বাসস দেশ-২৬
সিলেট- আলোচনা
শিল্পায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ড. ফরাসউদ্দিন
সিলেট, ২৭ অক্টোবর ২০১৮ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, শিল্পায়ন ছাড়া কোন দেশের টেকসই উন্নয়ন সম্ভব হবে না।
আজ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে চেম্বার কনফারেন্স হলে আয়োজিত “সিলেট অঞ্চলে প্রবাসী বিনিয়োগ সংক্রান্ত গবেষণাপত্র পর্যালোচনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে “সিলেট অঞ্চলে প্রবসাী বিনিয়োগ: একটি সামগ্রিক পর্যালোচনা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগি অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ড. ফরাসউদ্দিন বলেন, ‘গত দশ বছরে দেশে অসাধারণ অগ্রগতি হয়েছে।বিভিন্ন আন্তর্জাতিক সূচকে আমরা এশিয়ার মধ্যে এগিয়ে রয়েছি।উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখলে ২০৩০ সনে বিশ্বের ২৬তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।’
সিলেটে বিনিয়োগ এবং শিল্প প্রতিষ্ঠানের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি দেশী-বিদেশী বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আহবান জানান।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ থাকলে আমরা প্রকৃত ‘সোনার বাংলা’ গড়ে তুলে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।”
তিনি সিলেট অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ এবং প্রবাসীদের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন।
সভায় আলোচনায় অংশ নেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. মনিরউদ্দিন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জি।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৯৫৬/এমকে