বাসস ক্রীড়া-১৪ : ১ রেটিং বেড়েছে বাংলাদেশের

192

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-র‌্যাংকিং
১ রেটিং বেড়েছে বাংলাদেশের
দুবাই, ২৭ অক্টোবর ২০১৮ (বাসস) : জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করায় আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ ১ রেটিং বেড়েছে বাংলাদেশের। তবে আগের অবস্থান, সপ্তমেই রয়েছে টাইগাররা।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের রেটিং ছিলো ৯২। সিরিজের সবগুলো ম্যাচ জিতে যাওয়ায় ১ রেটিং অর্জন করতে পেরেছে টাইগাররা। ফলে ৯৩ রেটিং নিয়ে সপ্তম স্থানেই রয়েছে বাংলাদেশ।
র‌্যাংকিং-এ সবার উপরে আছে ইংল্যান্ড। ১২৬ রেটিং তাদের। ১২২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয়স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১১২।
আইসিসি ওয়ানডে র‌্যাংকিং :
র‌্যাংকিং দেশ রেটিং
১ ইংল্যান্ড ১২৬
২ ভারত ১২২
৩ নিউজিল্যান্ড ১১২
৪ দক্ষিণ আফ্রিকা ১১০
৫ পাকিস্তান ১০১
৬ অস্ট্রেলিয়া ১০০
৭ বাংলাদেশ ৯৩
৮ শ্রীলংকা ৭৯
৯ ওয়েস্ট ইন্ডিজ ৭০
১০ আফগানিস্তান ৬৭
১১ জিম্বাবুয়ে ৫২
১২ আয়ারল্যান্ড ৩৯
১৩ স্কটল্যান্ড ৩৩
১৪ সংযুক্ত আরব আমিরাত ২১
বাসস/এএসজি/এএমটি/১৮১০/স্বব