নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য : রাশেদ খান মেনন

262

ঢাকা, ২৭ অক্টোবর, ২০১৮ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘নির্বাচনে অংশগ্রহণ নয়, বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই জাতীয়ঐক্যফ্রন্টের লক্ষ্য।’
আজ শনিবার পল্টনস্থ মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট্রের শহীদ মনির আজাদ সেমিনার হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থীদের ব্রিফিং সভায় পার্টির সভাপতি একথা বলেন।
রাশেদ খান মেনন জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে আরও বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট) ভালভাবেই জানে যে তাদের সাত দফা পূরণ হবার নয়। তারপরও এ নিয়ে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই বিভ্রান্তিকে মোকাবেলা করেই নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘœ করতে হবে।’
সভার শুরুতে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ১৪ দলসহ নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সকলকে অবহিত করেন।
এসময় বাদশা বলেন, ওয়ার্কার্স পার্টি ১৪ দলগতভাবে নির্বাচনে অংশ নেবে। পাশাপাশি দলগতভাবে নির্বাচনের সকল প্রস্তুতি থাকবে। তিনি নির্বাচনে সরকারের দশ বছরে উন্নয়ন কার্যক্রমসহ জনগণের বিভন্ন অংশের পক্ষে গৃহীত ব্যবস্থাদি জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান।
সভায় সূচনা বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য ও পার্লামেন্টারী বোর্ডের সদস্য সচিব আনিসুর রহমান মল্লিক, পার্লামেন্টারী বোর্ডের সদস্য কামরূল আহসান।
সভায় পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড সুশান্ত দাস পোলিং এজেন্ট নির্দেশিকার পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
অনুষ্ঠানে নুর আহমদ বকুল, ইকবাল কবির জাহিদ, আমিনুল ইসলাম গোলাপ, বশিরুল আলম, শেখ হাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, রফিকুল ইসলাম পিয়ারুল, সিরাজুল ইসলাম শেখ, নজরুল ইসলাম, আব্দুল মজিদ, মোস্তফা আলমগীর রতন, ইয়াসিন আলী, টিপু সুলতান, আবু হানিফ, গৌরাঙ্গ প্রসাদ রায়, ফিরোজ আলম, আহসান উল্লাহ, করম আলী, আবুল হোসেন, জাকির হোসেন, হিমাংশু সাহা, গোলাম নওজব পাওয়ার চৌধুরী, মাসুকুল হক মুরাদ, জাকির হোসেন বাবুল, ইমরান হোসেন চৌধুরী, মামুন অর রশিদ, জহুরুল ইসলাম টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।