বাসস ক্রীড়া-১২ : এ্যাশেজ ও বিশ্বকাপে চোখ স্টোকসের

168

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-স্টোকস
এ্যাশেজ ও বিশ্বকাপে চোখ স্টোকসের
লন্ডন, ২৭ অক্টোবর, ২০১৮(বাসস/এএফপি) : গত বছর গভীর রাতে একটি নৈশ ক্লাবের বাইরে মারামারির ঘটনায় বেশ সমালোচিত হয়েছিলেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। তবে তিনি চান সে ঘটনা ভুলে জনগণ তাকে ক্রিকেট মাঠের পারফরমেন্স দিয়ে মনে রাখুক।
২০১৭ সালের সেপ্টেম্বরে ব্রিস্টলে একটি নাইট ক্লাবে মারামারির ঘটনার পর আদালতে নির্দোষ প্রমানিত হন স্টোকস।
তবে খেলাটিতে বদনাম বয়ে আনার জন্য ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আনা অভিযোগ এখনো ঝুলছে স্টোকসের বিরুদ্ধে।
আগামী ডিসেম্বরে ইসিবির ক্রিকেট ডিসিপ্লিনারি কমিশনের মুখোমুখি হতে হবে তাকে। তবে এ সব ভুলে স্টোকস এখন কেবলমাত্র নিজ মাঠে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপ ও চির প্রতিদ্বন্দি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন এ্যাশেজ সিরিজের প্রতিই মনোনিবেশ করতে চান।
শ্রীলংকা সফররত স্টোকস বিবিসিকে বলেন, ‘দেখুন, এখন কেবলমাত্র সামনে এগিয়ে যাওয়ার বিষয়।
‘আগামী গ্রীষ্মে এ্যাশেজ, বিশ্বকাপসহ আমাদের অনেক খেলা আছে, আমি কেবলমাত্র সেদিকেই দৃস্টি নিবদ্ধ করতে চাই। অতীতে কি ঘটেছে আমি সেটা নিয়ে ভাবতে চাইনা। এখন কেবলমাত্র সামনের দিকেই তাকাতে হবে।’
ডারহামের ২৭ বছর বয়সী এ তারকা খেলোয়াড় বলেন, ‘আমাকে দলে জায়গা ধরে রাখতে অবশ্যই ভাল পারফরমেন্স করতে হবে এবং এর কোন বিকল্প নেই। আমি সে দিকেই নজর রাখতে চাই।’
বাসস/এএফপি/স্বব/১৭৩০/নীহা