বাজিস-৫ : চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

172

বাজিস-৫
চুয়াডাঙ্গা- বিতরণ
চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
চুয়াডাঙ্গা, ২৭ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার দামুড়হুদায় প্রায় সাড়ে ৪ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার,বীজ ও সিডার মেশিন তুলে দেন। এসময় তিনি বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকের ভাগ্য পরিবর্তনে নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় দেশ খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে সক্ষম হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক, মোহাম্মদ আলী শাহ মিন্টু, শাহ মো. এনামুল করীম ইনু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শামিউর রহমান।
এছাড়াও আজ উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এলাকার ৫ জন কৃষককে ভর্র্তুকি মূল্যে সিডার মেশিন দেয়া হয়।
বাসস/ সংবাদদাতা/১৫৫৫/মরপা