বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অগ্রবর্তী সৈনিকের ভূমিকা পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ : ভূমিমন্ত্রী

220

ঈশ্বরদী (পাবনা), ২৭ অক্টোবর, ২০১৮ (বাসস) : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, বাংলাদেশ ছাত্র লীগ দেশের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে অগ্রবর্তী বাহিনী হিসেবে কাজ করছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অগ্রবর্তী সৈনিক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শামসুর রহমান শরীফ আজ জেলার ঈশ^রদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ, ঈশ^রদী উপজেলা, পৌর ও কলেজ শাখার বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ ছাত্র লীগ ঈশ^রদী উপজেলা শাখার সভাপতি রাকিবুল হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ঈশ^রদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ^াস, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শামসুর রহমান শরীফ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে অগ্রবর্তী ভূমিকা আগেও রেখেছে ছাত্রলীগ, এখনও রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।
ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ না হলে মুক্তিযুদ্ধের শেষ অধ্যায় রচিত হবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্বপ্ন পূরণ করতে হলে মুক্তিযুদ্ধের শেষ অধ্যায় রচনা করতে হবে।
ছাত্রলীগ প্রতিটি আন্দোলনে সোচ্চার ছিল উল্লেখ করেিেতনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সকলের আন্তরিক সহযোগিতায় জনযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন জাতীয় পতাকা ও মানচিত্র।
তিনি বলেন, এর অক্ষুন্নতা ধরে রাখতে বাংলাদেশ ছাত্র লীগ অতন্দ্র প্রহরীর ন্যায় আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে।