বাসস দেশ-৪ : আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা ১ নভেম্বর শুরু

178

বাসস দেশ-৪
বার কাউন্সিল-পরীক্ষা
আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা ১ নভেম্বর শুরু
ঢাকা, ২৭ অক্টোবর, ২০১৮ (বাসস) : আইনজীবী হিসেবে এনরোলমেন্ট (তালিকাভুক্তি) এর জন্য মৌখিক পরীক্ষা বার কাউন্সিল ভবনে ১ নভেম্বর থেকে শুরু হবে।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৪ অক্টোবরের লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা প্রবেশপত্র প্রদর্শন করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। গত বছরের ২১ জুলাই এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২শ’ জন অংশ নিয়েছিলেন। পরদিন ২২ জুলাই দেয়া ফলাফলে এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষায় মোট ১১ হাজার ৮৪৬ জন উত্তীর্ণ হয়েছিলেন। পরে ১৪ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। চলতি বছরের ৪ জুন দেয়া ফলে লিখিত পরীক্ষায় ৮ হাজারের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি তথা নৈর্ব্যত্তিক (MCQ) পরীক্ষা দিতে হয়। নৈর্ব্যত্তিককে যারা পাশ করবেন তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
বাসস/এএসজি/ডিএ/১৪২৫/-কেকে