ব্যাটিং-এ সর্বোচ্চ রান ইমরুলের

263

চট্টগ্রাম, ২৭ অক্টোবর ২০১৮ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন ইমরুল কায়েস। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১১৬ দশমিক ৩৩ গড়ে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৪৯ রান করেছেন তিনি। অসাধারন ব্যাটিং নৈপুন্যের স্বীকৃতি হিসেবে সিরিজ সেরা পুরস্কারও পেয়েছেন ইমরুল।
এছাড়া তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন ইমরুল। আগের রেকর্ডটি দখলে ছিলো ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ২০১৪-১৫ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ৩১২ রান করেছিলেন তামিম। তামিমের ঐ স্কোরকে টপকে তিন ম্যাচের সিরিজে এখন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ইমরুল।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান জিম্বাবুয়ের সিন উইলিয়ামসের। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২২৬ রান করেছেন তিনি। ১৫৫ রান করে এই তালিকায় তৃতীয়সস্থানে জিম্বাবুয়ের সির উইলিয়ামসন।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান :

খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড় ১০০ ৫০

ইমরুল কায়েস (বাংলাদেশ) ৩ ৩ ৩৪৯ ১১৬.৩৩ ২ ১

সিন উইলিয়ামস (জিম্বাবুয়ে) ৩ ৩ ২২৬ ২২৬.০০ ১ ১

ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে) ৩ ৩ ১৫৫ ৫১.৬৬ ০ ২

সৌম্য সরকার (বাংলাদেশ) ১ ১ ১১৭ ১১৭.০০ ১ ০

সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) ৩ ৩ ৯৬ ৩২.০০ ০ ০