বাসস ক্রীড়া-৬ : মাহমুদুল্লাহ’র প্রতি শুভ কামনা মাশরাফির

121

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-বাংলাদেশ-জিম্বাবুয়ে-ওয়ানডে
মাহমুদুল্লাহ’র প্রতি শুভ কামনা মাশরাফির
চট্টগ্রাম, ২৭ অক্টোবর ২০১৮ (বাসস) : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার আফ্রিকার দলটির বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টাইগাররা। আসন্ন সিরিজে অনিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ ভালো করবে বলে মনে দেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। তাই আসন্ন টেস্টে সিরিজের জন্য মাহমুুদুল্লাহকে শুভ কামনা জানালেন ম্যাশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে লড়াই করার সুযোগই দেয়নি বাংলাদেশ। মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৮ রানে, চচট্টগ্রামে পরের দুই ম্যাচেই ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে চতুর্থবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এরমধ্যে দেশের মাটিতে টানা তিনবার জিম্বাবুয়েকে হোয়াইওয়াশ করে বাংলাদেশ। তিনবারই অধিনায়ক ছিলেন মাশরাফি। দলের এমন সাফল্যের পেছনে এশিয়া কাপ থেকে পাওয়া আত্মবিশ্বাসই টনিক হিসেবে কাজ করেছে বলে জানান মাশরাফি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘এশিয়া কাপ থেকে ফিরে এসে আমাদের সবারই অনেক বেশি আত্মবিশ্বাস ছিলো।’
অনায়াসে সিরিজ জিতলেও বোলিং বিভাগে আরও উন্নতি চান মাশরাফি, ‘বোলিং-এ আমাদের আরও উন্নতি করতে হবে। এমনকি আমারও। আমরা কিছুটা ছন্দ হারিয়েছিলাম। কিন্তু আমরা সঠিক পথেই ছিলাম। বোলাররা ভালো করেছে, তাদের ২৮৫ রানে আটকে রাখতে পেরেছে। এটিই খুবই ভালো দিক। সৌম্য-ইমরুল দুর্দান্ত দু’টি ইনিংস খেলেছে।’
ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্সকে সাথে নিয়ে আগামী ৩ নভেম্বর থেকে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। তাই আসন্ন সিরিজে বাংলাদেশ ও অধিনায়ক মাহমুুদুল্লাহকে শুভ কামনা জানাতে ভুল করেননি মাশরাফি। তিনি বলেন, ‘এখন টেস্ট সিরিজের দায়িত্ব মাহমুদুল্লাহ’র। আশা করি, টেস্ট সিরিজে বাংলাদেশ ভালো করবে।’
বাসস/এএসজি/এএমটি/১৪৪৫/স্বব