বাসস ক্রীড়া-৫ : ১২ রানের জন্য বিশ্বরেকর্ড করতে পারলেন না ইমরুল

167

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-বাংলাদেশ-জিম্বাবুয়ে-ওয়ানডে
১২ রানের জন্য বিশ্বরেকর্ড করতে পারলেন না ইমরুল
চট্টগ্রাম, ২৭ অক্টোবর ২০১৮ (বাসস) : মাত্র ১২ রানের জন্য বিশ্বরেকর্ড করতে পারলেন না বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস।
গতকাল শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৪৯ রান করেন ইমরুল। আর ১২ রান করতে পারলেই ওয়ানডেতে তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়তে পারতেন ইমরুল। এই রেকর্ডটি দখলে রেখেছেন পাকিস্তানের বাবর আজম।
২০১৬ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩৬০ রান করেছিলেন বাবর। তিন ইনিংসে তার রান ছিল যথাক্রমে- ১২০, ১২৩ ও ১১৭ ।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ইনিংসে ইমরুলের রান যথাক্রমে ১৪৪, ৯০ ও ১১৫ । সিরিজে ৩৪৯ রান করে সতীর্থ তামিম ইকবালকে পেছনে ফেলেছেন ইমরুল। কারন তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের পক্ষে এতোদিন সর্বোচ্চ রান ছিলো তামিমের। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩১২ রান করেছিলেন তামিম।
ওয়ানডে ক্রিকেটে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে শীর্ষ রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান:
খেলোয়াড় ইনিংস রান বিপক্ষ
বাবর আজম (পাকিস্তান) ৩ ৩৬০ ওয়েস্ট ইন্ডিজ
ইমরুল কায়েস (বাংলাদেশ) ৩ ৩৪৯ জিম্বাবুয়ে
কুইন্ট ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৩ ৩৪২ ভারত
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ৩ ৩৩০ ইংল্যান্ড
তামিম ইকবাল (বাংলাদেশ) ৩ ৩১২ পাকিস্তান
বাসস/এএসজি/এএমটি/১৪৪০/স্বব