বাসস ক্রীড়া-৪ : তৃতীয়বার একই ম্যাচে টাইগারদের দু’সেঞ্চুরি

171

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-বাংলাদেশ-জিম্বাবুয়ে-ওয়ানডে
তৃতীয়বার একই ম্যাচে টাইগারদের দু’সেঞ্চুরি
চট্টগ্রাম, ২৭ অক্টোবর ২০১৮ (বাসস) : নিজেদের ওয়ানডে ইতিহাসে তৃতীয়বারের মত একই ম্যাচে দু’টি সেঞ্চুরির নজির সৃস্টি করলো বাংলাদেশের ব্যাটসম্যানরা।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি করেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। ফলে তৃতীয়বারের মত একই ম্যাচে দু’টি সেঞ্চুুরি পেল বাংলাদেশ।
এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ একই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন।
২০১৫ সালের এপ্রিলে ঢাকায় তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে তামিম ১৩২ ও মুশফিক ১০৬ রান করেছিলেন। এরপর ২০১৭ সালের জুনে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব ১১৪ ও মাহমুদুল্লাহ অপরাজিত ১০২ রান করেন।
বাসস/এএসজি/এএমটি/১৬০০/স্বব