বাসস ক্রীড়া-১ : তামিম-সাকিবের রেকর্ড ভাঙ্গলেন ইমরুল-সৌম্য

190

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-বাংলাদেশ-জিম্বাবুয়ে-ওয়ানডে
তামিম-সাকিবের রেকর্ড ভাঙ্গলেন ইমরুল-সৌম্য
চট্টগ্রাম, ২৭ অক্টোবর ২০১৮ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। এতে ভেঙ্গে গেল তামিম ইকবাল ও সাকিব আল হাসানের রেকর্ডটি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ১৮০ বলে ২২০ রান করেন ইমরুল ও সৌম্য। এরমধ্যে ৮৮ বলে ৯১ রান করেন ইমরুল এবং ৯২ বলে ১১৭ রান করেন সৌম্য। ইমরুল-সৌম্যর ২২০ রানের জুটিতে ভেঙ্গে গেল তামিম-সাকিবের রেকর্ড।
চলতি বছরই প্রোভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২৫৮ বলে ২০৭ রানের জুটি গড়েছিলেন তামিম ও সাকিব। তাদের ঐ জুটির রানকে গতকাল টপকে গেলেন ইমরুল ও সৌম্য।
এছাড়া যে কোন উইকেটে ইমরুল-সৌম্যর ২২০ রান দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রান ২২৪। ২০১৭ সালে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে ২২৪ রান করেছিলেন সাকিব আল হাসান ও মাহমুুদুল্লাহ রিয়াদ।
বাসস/এএসজি/এএমটি/১৬০০/স্বব