বাসস বিদেশ-৭ : আফগানিস্তানে পুলিশের বাস লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ৫, আহত ১২

228

বাসস বিদেশ-৭
আফগানিস্তান-অস্থিরতা
আফগানিস্তানে পুলিশের বাস লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ৫, আহত ১২
কাবুল, ২৭ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের মধ্যাঞ্চলে পুলিশ কর্মকর্তা ও কর্মীবাহী একটি বাসকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়ি বোমা হামলায় শনিবার পাঁচ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।
দেশটির কর্মকর্তারা একথা জানান।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র হেকমাতুল্লাহ্ দুররানি বলেন, তালেবান জঙ্গিরা ওয়ারদাকের প্রাদেশিক রাজধানী মাইদান শারে এই হামলা চালায়। তারা এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। খবর এএফপি’র।
দুররানি বলেন, বাসটি পুলিশের একটি কম্পাউন্ডের মূল ফটকে পৌঁছানো মাত্রই এই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে দুই কর্মকর্তা ও তিন কর্মী রয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল রহমান মঙ্গল জানান, এই ঘটনায় ছয় জন নিহত হয়েছে।
হোয়াটসআপের এক বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ্ মুজাহিদ বলেন, ‘এই হামলায় ১০ আফগান পুলিশ ও সৈন্য নিহত হয়েছে।’
বাসস/কেএআর/১৪২০/-জুনা