শ্রীলংকায় পার্লামেন্টের জরুরি অধিবেশন চাচ্ছেন দেশটির বরখাস্তকৃত প্রধানমন্ত্রী

361

কলম্বো, ২৭ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : শ্রীলংকার বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্যে শনিবার পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকতে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
বিক্রমাসিংহে দেশটির পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়াকে জরুরি অধিবেশন ডাকার কথা বলেছেন। যদিও আগামী ৫ নভেম্বর বাজেট বিতর্কের জন্যে পার্লামেন্ট অধিবেশন বসবে।
প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চান।’
উল্লেখ্য দেশটির প্রেসিডেন্ট বিক্রমাসিংহেক বরখাস্ত ও সাবেক প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেন।