বাসস দেশ-১১ : শেরে বাংলা এ কে ফজলুল হককে নিয়ে জাতি গর্বিত : চীফ হুইপ

321

বাসস দেশ-১১
শেরে-বাংলা-আলোচনা
শেরে বাংলা এ কে ফজলুল হককে নিয়ে জাতি গর্বিত : চীফ হুইপ
ঢাকা, ২৬ অক্টোবর, ২০১৮ (বাসস) : জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, বাংলার বাঘ খ্যাত ও কৃষকপ্রিয় বাঙ্গালি নেতা শেরে বাংলা এ কে ফজলুল হককে নিয়ে জাতি আজ গর্বিত। তার বলিষ্ঠ ও সাহসী কর্মকান্ডের জন্যই জনগণ চিরদিন স্মরণ রাখবে।
জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আজ রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় চীফ হুইপ এ কথা বলেন। শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
চীফ হুইপ বলেন, শেরে বাংলা বাঙ্গালি জাতি তথা মুসলমানদের নিয়ে চিন্তা করতেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করা এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের কাছে প্রচারের আহবান জানান।
অনুষ্ঠান শেষে চীফ হুইপ আ.স.ম ফিরোজ শেরেবাংলা এ কে ফজলুল হক এর মাজারে পুষ্পমাল্য অর্পন ও মাজার জিয়ারত করেন।
বিশ্ব বাঙালি সম্মেলন ও শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ-এর সভাপতি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, সাবেক সচিব সিরাজউদ্দিন আহমেদ, শেরে বাংলার দৌহিত্র এ. কে.ফাইয়াজুল হক রাজু প্রমুখ বক্তব্য দেন।
বাসস/সবি/এমএন/২০১২/এএএ