বাসস দেশ-৬ : বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১আসনের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবে

370

বাসস দেশ-৬
বশেমুরবিপ্রবি -ভর্তি পরীক্ষা
বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১আসনের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবে
গোপালগঞ্জ, ২৬ অক্টোবর, ২০১৮(বাসস) : গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য একটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
আজ এ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ১ লাখ ৩ হাজার ৯ শ’ ৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। অপরদিকে ৯ টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩ হাজার ২ শ’ ৪৫ জন (বিদেশি শিক্ষার্থীসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।
উল্লেখ্য,‘এ’ ইউনিটে ১৯ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ১১ হাজার ৩৩১ জন, ‘সি’ ইউনিটে ১৫ হাজার ৪৫২ জন, ‘ডি’ ৯ ইউনিটে ৯ হাজার ৯৪৫ জন,‘ই’ ইউনিটে ২১ হাজার ১১৭ জন, ‘এফ’ ইউনিটে ৮হাজার ৪৫৩ জন, ‘জি’ ইউনিটে ৮ হাজার ৫১৩ জন, ‘এইচ’ ইউনিটে ৮ হাজার ৮২৬ জন এবং ‘আই’ ইউনিটে ৯৯৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।
‘এ’ এবং ‘আই’ ইউনিটের পরীক্ষার সময়সূচির রদবদল করা হয়েছে।
১০ নভেম্বর সকাল ১০টায় এ ইউনিটের পরিবর্তে আই ইউনিট এবং বিকাল সাড়ে ৩টা থেকে আই ইউনিটের পরিবর্তে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া অন্যান্য ইউনিট গুলোর পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd থেকে জানা যাবে।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/১৮০০/কেজিএ