চীনে কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ১৪ শিশু আহত

284

বেইজিং, ২৬ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি কিন্ডারগার্টেনে শুক্রবার ছুরিকাঘাতে ১৪ শিশু আহত হয়েছে। এক নারী এ হামলা চালায়। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
বনান জেলা জন নিরাপত্তা ব্যুরো জানায়, সকালের শরীর চর্চার পর শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে ফিরে আসার সময় ৩৯ বছর বয়সী ওই নারী তাদেরকে ছুরিকাঘাত করে। সে এ হামলায় রান্না ঘরের একটি চাকু ব্যবহার করে।
স্থানীয় সংবাদ মাধ্যমের অনলাইনে দেয়া ছবি ও ভিডিও ফুটেজে শিশুদের রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে।
ঘটনাস্থলে পুলিশ এসে শিশুদের উদ্ধার করে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। এ হামলা চালানো নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ হামলা চালানো হয়।
চীনে প্রায়শই শিক্ষার্থীদের লক্ষ্য করে ছুরি হামলার ঘটনা ঘটছে।