বাসস দেশ-৩৩ : গাজীপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

314

বাসস দেশ-৩৩
অস্ত্র উদ্ধার-গ্রেফতার
গাজীপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
ঢাকা, ২৫ অক্টোম্বর ২০১৮ (বাসস) : গাজীপুর মহানগরীর পূবাইল কালিগঞ্জ সড়কে পুলিশ অভিযান চালিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- কুমিল্লা জেলার হোমনা উপজেলার গণিয়াচর ভূঁইয়াপাড়া এলাকার মঙ্গল মিয়ার ছেলে মো. মুসা (২২) ও গাজীপুরের জয়দেবপুর থানার বাড়িয়া ইউনিয়নের কুমনবাজার এলাকার আকবর হোসেনের ছেলে মো. মোস্তাফিজুর রহমান (২৩)।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পূবাইল কালিগঞ্জ সড়কে একটি অটোরিকশায় এই অভিযান পরিচালিত হয়।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাসসকে জানান, অটোরিকশাযোগে পূবাইল থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন মো. মুসা ও মোস্তাফিজুর রহমান। এসময় পুলিশের সন্দেহ হলে অটোরিকশার গতিরোধ করে তাদের তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে মুসা পিস্তল বের করে পুলিশকে গুলি করার চেষ্টা করে। উভয় পক্ষের ধস্তাধস্তির একপর্যায়ে সন্ত্রাসী মো: মুসার পিস্তল থেকে গুলি বের হয়ে তার শরীরের উরুতে গুলিবিদ্ধ হয়।
পরে তার কাছ থেকে ৩রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল ও একটি ম্যাগজিন এবং মোস্তাফিজুর রহমানের কাছ থেকে একটি ছুরি জব্দ করা হয়। গুলিবিদ্ধ মুসাকে প্রাথমিক চিকিৎসার পর থানায় নেওয়া হয়েছে।
এ ব্যাপারে পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯৫৩/অমি