বাসস ক্রীড়া-১২ : টেস্ট দলে প্রথমবারের মত ডাক পাওয়ার দিনে সিলেটকে জেতালেন খালেদ

146

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-এনসিএল
টেস্ট দলে প্রথমবারের মত ডাক পাওয়ার দিনে সিলেটকে জেতালেন খালেদ
খুলনা, ২৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : আজই বাংলাদেশ টেস্ট দলে প্রথমবারের মত ডাক পেলেন সিলেট বিভাগের ডান-হাতি পেসার খালেদ আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বিবেচিত হয়েছেন তিনি। আর জাতীয় দলে ডাক পাওয়ার দিনে নিজের বিধ্বংসী বোলিং দিয়ে জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের চতুর্থ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে সিলেট বিভাগকে ৩ রানের জয় এনে দিলেন খালেদ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন খালেদ। ফলে ম্যাচে ১৩৯ রান দিয়ে ১০ উইকেট শিকার করেন তিনি। তাই ম্যাচ সেরাও হয়েছেন খালেদ। এবারের লিগে এটিই সিলেটের প্রথম জয়।
দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে জিততে চতুর্থ ও শেষ দিনে ৯ উইকেট হাতে নিয়ে ১৬৯ রান প্রয়োজন ছিলো ঢাকা মেট্রোর। সিলেটের ছুড়ে দেয়া ১৯৭ রানের জবাবে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ২৮ রান করেছিলো ঢাকা মেট্রো।
ম্যাচের চতুর্থ ও শেষ দিনে খালেদের বিধ্বংসী বোলিং-এর সামনে অসহায়ত্ব প্রকাশ করে ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা। তাই ১৯৩ রানেই গুটিয়ে যায় ঢাকা মেট্রোর ইনিংস। ওপেনার সাদমান ইসলাম একমাত্র ব্যাট হাতে দীর্ঘক্ষণ লড়াই করেছেন। কিন্তু দলীয় ১৭৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাদমানের বিদায়ে হার নিশ্চিত হয়ে যায় ঢাকা মেট্রোর। খালেদ ১৪ দশমিক ২ ওভারে ৫৪ রানে ৫ উইকেট নেন। প্রথম ইনিংসে ২১ ওভারে ৮৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন ২৬ বছর বয়সী খালেদ।
সংক্ষিপ্ত স্কোর :
সিলেট বিভাগ বনাম ঢাকা মেট্রো :
সিলেট বিভাগ : ৩১২ ও ১৮৪, ৬৩.২ ওভার (এনামুল ৩৬, ইমতিয়াজ ২৭, অনিক ৫/৫৭)।
ঢাকা মেট্রো : ৩০০ ও ১৯৩, ৪৮.২ ওভার (সাদমান ৭৮, শামসুর ২৯, খালেদ ৫/৫৪)।
ফল : সিলেট বিভাগ ৩ রানে জয়ী।
ম্যাচ সেরা : খালেদ আহমেদ (সিলেট বিভাগ)।
বাসস/এএসজি/এএমটি/১১৮৪৫/স্বব