বাসস দেশ-২০ : স্থায়ী কমিটির বৈঠকে ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিল-২০১৮’ চূড়ান্ত

110

বাসস দেশ-২০
কমিটি – বৈঠক
স্থায়ী কমিটির বৈঠকে ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিল-২০১৮’ চূড়ান্ত
ঢাকা, ২৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিল-২০১৮’ চূড়ান্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে বিলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা, পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে এ বিল চূড়ান্ত করা হয়।
এটি ছিল দশম জাতীয় সংসদের এ কমিটির ৩১তম বৈঠক। কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীনের সভাপতিত্বে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবীর নানক, মোঃ ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহাঃ মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু বৈঠকে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাসস/সবি/জেডআরএম/১৮২৩/শহক