বাজিস-১০ : কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আগামউচ্চ ফলনশীল বীজ বিতরণ

128

বাজিস-১০
কুড়িগ্রাম বিতরণ
কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আগামউচ্চ ফলনশীল বীজ বিতরণ
কুড়িগ্রাম, ২৫ অক্টোবর ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রীর নিজস্ব ফান্ড জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উদ্যোগে কুড়িগ্রামে স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল সরিষা বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসে বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।
এসময় ৭০ জন কৃষককে সরিষা, বিনা সরিষা-৪ ও বিনাসরিষা-৯ বিতরণ করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত রবি মৌসুমে ফলনশীল এই বীজ চাষের মাধ্যমে দুই ফসলী জমিকে তিন ফসলে রপান্তর করা এবং মাটির স্বাস্থ্য রক্ষার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করবে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড: মোস্তাফিজুর রহমান প্রধান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, বিনা রংপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা তানজিলুর রহমান, ফুলবাড়ী ইউএনও মাছুমা আরেফিন, কৃষি অফিসার মাহবুবুর রশীদ প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৭৫৭/মরপা