বাসস দেশ-১৫ : লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিল পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের সুপারিশ করেছে কমিটি

114

বাসস দেশ-১৫
কিমিটি-বৈঠক
লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিল পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের সুপারিশ করেছে কমিটি
ঢাকা, ২৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : লোক প্রশাসণ প্রশিক্ষণ কেন্দ্র বিল-২০১৮ পরীক্ষা-নিরীক্ষা করে কতিপয় সংশোধণ সাপেক্ষে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের সুপারিশ করেছে জনপ্রশাসণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আজ বৃহষ্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩৫তম বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান।
কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, ও আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুল্লাহ, খোরশেদ আরা হক বৈঠকে অংশ গ্রহণ করেন।
এছাড়াও বৈঠকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিল-২০১৮ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/বিকেডি/১৭৩৪/-জেজেড