নয়াদিল্লীতে বায়ু দূষণের মাত্রা আরো বেড়েছে

243

নয়াদিল্লী, ২৫ অক্টোবর, ২০১৮(বাসস) : ভারতের রাজধানী নয়াদিল্লীতে বৃহস্পতিবার বায়ু দূষণের মাত্রা আরো বেড়েছে।
এদিকে সামনেই দীপাবলী উৎসব। এ সময় বায়ুদূষণ সর্বোচ্চ পর্যায়ে থাকে।
রাষ্ট্র পরিচালিত সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফোরকাস্টিং এন্ড রিসার্চ (এসএএফএআর) এর তথ্য মতে, সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয় ৩৩৭। আগামী দুদিনও একই অবস্থা চলবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
একিউআই জিরো থেকে ৫০ হলে ভাল, ৫১ থেকে ১শ’ হলে সন্তোষজনক, ১০১ থেকে ২শ’ হলে চলনসই, ২০১ থেকে ৩শ’ হলে খারাপ, ৩০১ থেকে ৪শ’ খুবই খারাপ এবং ৪০১ থেকে ৫শ’ মারাত্মক।
গত সোমবার থেকে নয়াদিল্লীতে বায়ুদূষণ চলছে।
এদিকে আগের তুলনায় চলতি বছর দূষণের মাত্রা কম রাখতে দেশটির সুপ্রিম কোর্ট আতশবাজি পোড়ানোর ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে। কোর্টের নির্দেশে বলা হয়েছে, দীপাবলি ও অন্যান্য উৎসবের সময়ে কেবলমাত্র রাত ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত আতশবাজী পোড়ানো যাবে। এছাড়া কেবল সবুজ আতশবাজী বিক্রির অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত।