শরীয়তপুরে আলোক ফাঁদ কর্মসূচির উদ্বোধন

502

শরীয়তপুর, ২৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : কৃষি সম্প্রসারণ অধিদফদর শরীয়তপুরের আয়োজনে গতকাল বুধবার রাতে জেলার সকল উপজেলায় একই সাথে আলোক ফাঁদ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আলোর ফাঁদ তৈরির পদ্ধতি, ব্যবহার ও ফলাফল সম্পর্কে কৃষকদের সচেতন করার লক্ষে এ কর্মসূচি শুরু করা হয়। ফসলের ক্ষেতের ক্ষতিকর পোকা-মাকড়ের উপস্থিতি সনাক্ত করে উপকারী পোকা সংরক্ষণ ও ক্ষতিকারক পোকা দমন করে রাসায়নিক ব্যবহার কমানোর জন্য এই পদ্ধতি প্রয়োগে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।
বুধবার রাতে জেলার সদর উপজেলার আঙ্গারিয়া ব্লকে জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রধান অতিথি হিসেবে জেলাব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. লিফাতুল হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব রহমান শেখ, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তারসহ মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণসহ স্থানীয় কৃষকরা।
উল্লেখ্য, গতকাল বৃহত্তর ফরিদপুর কৃষি অঞ্চলে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয় বলে কৃষি সম্প্রসারণ অধিদফতর শরীয়তপুর অফিস সূত্র জানা যায়।