বাসস সংসদ-১০ : সংসদে বাংলাদেশ লোক-প্রশাসন বিল, ২০১৮ উত্থাপন

393

বাসস সংসদ-১০
বিল-উত্থাপন
সংসদে বাংলাদেশ লোক-প্রশাসন বিল, ২০১৮ উত্থাপন
সংসদ ভবন, ২৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অধ্যাদেশ, ১৯৮৪ রহিত করে নতুন আইন প্রণয়নে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে আজ সংসদে বাংলাদেশ লোক-প্রশাসন বিল, ২০১৮ উত্থাপন করা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিলটি উত্থাপন করেন।
বিলে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অধ্যাদেশ ১৯৮৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বহাল রাখার প্রস্তাব করা হয়। সরকার প্রয়োজনে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করতে পারবে বলে বিলে উল্লেখ করা হয়।
বিলে কেন্দ্র পরিচালনায় একজনকে চেয়ারম্যান করে ১৮ সদস্যের বোর্ড গঠনের প্রস্তাব করা হয়।
বিলে কেন্দ্র পরিচালনার সাধারণ নির্দেশনা, কেন্দ্রের কার্যাবলী, বোর্ডের সভা, রেক্টর নিয়োগ, পরিচালক ও মেম্বার ডাইরেক্টিং নিয়োগ, কর্মচারী নিয়োগ, কমিটি গঠন, কেন্দ্রের তহবিল, বাজেট, হিসাবরক্ষণ-নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে ১ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি জনপ্রাশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বাসস/এমআর/২০৩৫/বেউ/আসচৌ