বাসস দেশ-২১ : ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সাক্ষাৎ

322

বাসস দেশ-২১
ঢাবি উপাচার্য-সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সাক্ষাৎ
ঢাকা, ২৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : যুক্তরাজ্যের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইমন ওয়াকার এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এর অধ্যাপক ড. স্যাম স্মিথ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অব এক্সিলেন্স ফর টিচিং এন্ড লার্নিং-এর পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. এ টি এম সামছুজ্জোহা উপস্থিত ছিলেন।
বৈঠককালে তারা শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মধ্যে ‘টিচিং অ্যান্ড লার্নিং’ বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নে যুক্তরাজ্য শিক্ষাবিদদের সহযোগিতা চান। এসময় যুক্তরাজ্যের শিক্ষাবিদগণ এ ব্যাপারে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা সম্মত হন।
বাসস/সবি/এমএমবি/২০১০/কেজিএ