বাসস ক্রীড়া-১১ : সাব্বিরের ৯৯ রানে লিড পেল রাজশাহী; জয়ের জন্য লড়ছে বরিশাল

332

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-এনসিএল
সাব্বিরের ৯৯ রানে লিড পেল রাজশাহী; জয়ের জন্য লড়ছে বরিশাল
রংপর, ২৪ অক্টোবর ২০১৮ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের চতুর্থ রাউন্ডের প্রথম স্তরের ম্যাচে সাব্বির রহমানের ৯৯ রানের সুবাদে খুলনা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে লিড পেল রাজশাহী বিভাগ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনার ৩০৯ রানের জবাবে সাব্বিরের ব্যাটিং নৈপুণ্যে ৯ উইকেটে ৪১৮ রান করে রাজশাহী। তৃতীয় দিন শেষে ১ উইকেট হাতে নিয়ে ১০৯ রানে এগিয়ে রাজশাহী। ১১টি চার ও ১টি ছক্কায় ১৬৯ বলে নিজের ইনিংসটি সাজান সাব্বির।
এই স্তরের আরেক ম্যাচে রংপুরের ক্রিকেট গার্ডেনে তৃতীয় দিন শেষে জয়ের জন্য লড়ছে বরিশাল বিভাগ। ম্যাচের চতুর্থ ও শেষ দিনে ৭ উইকেট হাতে নিয়ে আরও ১৫৯ রান করতে হবে বরিশালকে। রংপুরের ছুড়ে দেয়া ২৩০ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৭১ রান করেছে বরিশাল। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২৯ রানে গুটিয়ে যায় রংপুর। মাহমুদুুল হাসান সর্বোচ্চ ৬৭ রান করেন। বরিশালের মনির হোসেন ২৪ রানে ৫ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা বিভাগ বনাম রাজশাহী বিভাগ :
খুলনা বিভাগ : ৩০৯/১০, ৯১ ওভার (তুষার ৭১, সৌম্য ৬৬, ফরহাদ ৩/৫৪)।
রাজশাহী বিভাগ : ৪১৮/৯, ১৫১ ওভার (সাব্বির ৯৯, সানজামুল ৬৪, সৌম্য ২/৫৬)।
রংপুর বিভাগ বনাম বরিশাল বিভাগ :
রংপুর বিভাগ : ১৪৭ ও ২২৯, ১০৪.৫ ওভার (মাহমুদুল ৬৭, শুভ ৩৫, মনির ৫/২৪)।
বরিশাল বিভাগ : ১৪৭ ও ৭১/৩, ২৫ ওভার (আল-আমিন ৩৫, নাফীস ৯, রবিউল ২/২২)।
বাসস/এএসজি/এএমটি/১৪০০/স্বব