ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়লেন কোহলি

217

বিশাখাপত্তম (ভারত), ২৪ অক্টোবর ২০১৮ (বাসস/এএফপি): একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিশাখাপত্তমে অনুষ্টিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচে ২০৫তম ইনিংসে এই নতুন ইতিহাস রচনা করেছেন কোহলি।
দেশটির কিংবদন্তী ক্রিকেটার শচিন টেন্ডুলকার ২০০১ সালে ২৫৯ ইনিংস খেলে প্রথমবারের মত ১০ হাজার রানের এই মাইল ফলক অতিক্রম করেছিলেন। ক্যারিয়ারের ২১৩ তম ওডিআই ম্যাচ খেলতে নেমে ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যান ক্যারিবীয় অফ স্পিনার এ্যাশলে নার্সের বলে এক রান সংগ্রহের মাধ্যমে এই মাইলফলকে পৌছান। এর ফলে ক্রিকেট বিশ্বের ১৩তম এবং ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের এই অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছেন কোহলি।
গত জুলাইয়ে মহেন্দ্র সিং ধোনি ১০ হাজার রানের এই অভিজাত ক্লাবের সদস্য হয়েছেন।
‘কিং কোহলি’ নামে ভারতীয় গণমাধ্যমে পরিচিত এই ক্রিকেট তারকা অবশ্য আজকের ম্যাচে ব্যক্তিগত ৪৪ রানে একবার জীবন পেয়েছিলেন। জেসন হোল্ডারের বলে উঠে আসা ক্যাচটি ফেলে দেন অভিষেক পাওয়া উইন্ডিজ ক্রিকেটার ওবেদ ম্যাককয়। কিন্তু জীবন পেয়ে শেষ পর্যন্ত ১৫৭ রানে অপরাজিত থাকেন কোহলি।
১০ হাজার রান পূর্ণ করা খেলোয়াড় তালিকা:
নাম দেশ ম্যাচ রান সেঞ্চুরি
শচিন টেন্ডুলকার ভারত ৪৬৩ ১৮,৪২৬ ৪৯
কুমার সাঙ্গাকারা শ্রীলংকা ৪০৪ ১৪,২৩৪ ২৫
রিকি পন্টিং অস্ট্রেলিয়া ৩৭৫ ১৩,৭০৪ ৩০
সনৎ জয়সুরিয়া শ্রীলংকা ৪৪৫ ১৩,৪৩০ ২৮
মাহেলা জয়বর্ধনে শ্রীলংকা ৪৪৮ ১২,৬৫০ ১৯
ইনজামাম উল হক পাকিস্তান ৩৭৮ ১১,৭৩৯ ১০
জ্যাক ক্যালিস দ. আফ্রিকা ৩২৮ ১১,৫৭৯ ১৭
সৌরভ গাঙ্গুলি ভারত ৩১১ ১১,৩৬৩ ২২
রাহুল দাবিড় ভারত ৩৪৪ ১০,৮৮৯ ১২
ব্রায়ান লারা ও. ইন্ডিজ ২৯৯ ১০,৪০৫ ১৯
তিলকরতেœ দিলশান শ্রীলংকা ৩১৯ ১০,০০৭ ২২
মাহেন্দ্র সিং ধোনি ভারত ৩২৯ ১০,১৪৩ ১০