বাসস ক্রীড়া-৯ : কোহলির নতুন রেকর্ড

202

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-কোহলি
কোহলির নতুন রেকর্ড
বিশাখাপত্তম, ২৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ২০৫তম ইনিংসে ১০ হাজার রান পূর্ণ নতুন রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কেবলমাত্র ইনিংস নয় সময় ব্যবধানেও দ্রুততম সময়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ অপরাজিত ১৫৭ রানের ইনিংস খেলে নতুন এ রেকর্ড গড়েন কোহলি। তার এমন রেকর্ডে পেছনে পড়ে গেলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। নিজের ২৫৯তম ইনিংসে ওয়ানডেতে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন টেন্ডুলকার। টেন্ডুলকারের পরই আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ২৬৩তম ইনিংসে ওয়ানডেতে ১০ হাজার রান পূর্ণ করেন গাঙ্গুলী।
কম ইনিংসে ১০ হাজার রান পূর্ণ করেছেন যারা:
খেলোয়াড় ইনিংস সময়
বিরাট কোহলি (ভারত) ২০৫ ১০ বছর ৬৭ দিন
শচীন টেন্ডুলকার (ভারত) কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) ২৫৯ ১১ বছর ১০৩ দিন
সৌরভ গাঙ্গুলী (ভারত) ২৬৩ ১৩ বছর ২০৪ দিন
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২৬৬ ১২ বছর ৩৭ দিন
জক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) ২৭২ ১৩ বছর ১৪ দিন
মহেন্দ্র সিং ধোনি (ভারত) ২৭৩ ১৩ বছর ২০৩ দিন
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) ২৭৮ ১৬ বছর ৩৭ দিন
রাহুল দ্রাবিড় (ভারত) ২৮৭ ১৬ বছর ৩৭ দিন
তিলকরতেœ দিলশান (শ্রীলংকা) ২৯৩ ১৫ বছর ২২৭ দিন
কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) ২৯৬ ১১ বছর ২২৭ দিন
ইনজামাম উল হক (পাকিস্তান) ২৯৯ ১২ বছর ৩০২ দিন
সনাথ জয়সুরিয়া (শ্রীলংকা) ৩২৮ ১৫ বছর ২২৬ দিন
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা) ৩৩৩ ১৩ বছর ২৯৮ দিন
বাসস/এএসজি/এএমটি/১৯৩৫/মোজা/স্বব