বাসস দেশ-১৭ : জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

156

বাসস দেশ-১৭
স্থায়ী কমিটি-বৈঠক
জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা এবং আবুল কালাম মোঃ আহ্সানুল হক্ চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
এতে ‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এবং টেস্টিং ইনস্টিটিউশন বিল ২০১৮’’ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এ বিলের পরীক্ষা-নিরীক্ষা করে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের সুপারিশ করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এবং টেস্টিং ইনস্টিটিউশনের মহাপরিচালক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধিসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এফএইচ/১৮০৫/শহক