বাসস দেশ-১২ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

144

বাসস দেশ-১২
স্থায়ী কমিটি-বৈঠক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : দশম জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠক কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, শেখ আফিল উদ্দিন, মুহাঃ গোলাম মোস্তফা বিশ^াস, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এবং অ্যাডভোকেট মুহম্মাদ আলতাফ আলী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘মৎস্য সঙ্গনিরোধ বিল, ২০১৮’ এবং ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৮’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি মৎস্য সঙ্গনিরোধ বিল, ২০১৮ পরীক্ষা-নিরীক্ষা করে কতিপয় সংশোধন সাপেক্ষে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের সুপারিশ করে।
বৈঠকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৮ পরীক্ষা-নিরীক্ষা করে কিছু কিছু সংশোধন সাপেক্ষে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের সুপারিশ করে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বিএফডিসির চেয়ারম্যান, মৎস অধিদপ্তরের মহাপরিচালক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিবসহ, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাসস/সবি/জেডআরএম/১৭৩৫/রশিদ/-শহক