কারাবন্দী দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে

316

সিউল, ৯ মে, ২০১৮ (বাসস ডেস্ক): কারাবন্দী দ: কোরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রথম মহিলা প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সিউলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
পার্ক গত মাসে দুর্নীতির অভিযোগে দেশটির একটি আদালতে ২৪ বছরের সাজাপ্রাপ্ত হন।
গত মার্চ মাসে গ্রেপ্তারের পর ৬৬ বছরের পার্ক তার পায়ের, পিঠের ও দাঁতের সমস্যার কারনে আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মুখপাত্র বলেন, কারাগার কর্তৃপক্ষ তাকে সিউলের বেসামরিক হাসপাতাল সেন্ট মেরিতে ভর্তি করান। তবে কি সমস্যার কারনে এবার ভর্তি হয়েছেন তা জানান নি।
তবে বার্তা সংস্থা ইয়নহাপ জানায়, এবার মূলত পুরনো পিঠের ব্যাথার কারনে পার্ক হাসপাতালে ভর্তি হয়েছেন।