ব্যারিস্টার মইনুল হোসেনের বিচার দাবিতে ঝাড়ু মিছিল

160

ঢাকা, ২৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে নারী সমাজকে অপমান করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিচার দাবিতে ঝাড়– নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগ।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নীলুফা ইয়াসমিন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। ঝাড়– মিছিল পূর্ব সমাবেশে সংগঠনের নেতা আদিবা আঞ্জুম মিতা, পারভীন খায়ের, ডেইজী সারোয়ার, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সারমিন জাহান মেরী, অ্যাডভোকেট খাদিজা, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা প্রমুখ বক্তৃতা করেন।
যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনের নির্দেশে এর আগে দৈনিক ইত্তেফাকের একজন মুদ্রণ শ্রমিক খুন হয়। সুতরাং ১/১১ এর সময়ে ‘মাইনাস টু’ ফর্মূলার হোতা মইনুলকে কোনো ছাড় দেয়া হবে না। তার সব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ব্যারিস্টার মইনুলকে পুলিশ গ্রেফতার করায় আমরা সন্তোষ প্রকাশ করছি। এবার নারী সমাজকে অপমানকারী মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ যেন নারীদেরকে এরূপ অপমান ও অবমাননা না করতে পারে।