আলজেরিয়ায় ফুটবল নিয়ে সহিংসতায় ৮০ জনেরও বেশি লোক আহত

407

আলজিয়ার্স, ২৩ অক্টোবর ২০১৮ (বাসস/এএফপি) : আলজেরিয়ায় প্রথম বিভাগের একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে সৃষ্ট সহিংসতায় ৮০ জনেরও বেশি লোক আহত হয়েছে। এদের মধ্যে ৩০ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। সোমবার কর্মকর্তাদের সূত্রে এ কথা জানা গেছে।
শনিবার রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ২০০ কিমি দূরেশীর্ষস্থানীয় দুই ক্লাব সিএ বর্দি বাউ অ্যারেরিজ ও এমসি আলজের (এমসিএ) মধ্যকার ম্যাচকে ঘিরে এই সহিংসতার সৃষ্টি হয়। একজন চিকিৎসক জানিয়েছেন ৫০জনেরও বেশি ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আহতদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়। আহতদের মধ্যে তিন জনের হাড় ভেঙ্গেছে।
একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, আহত পুরুষ কর্মকর্তাদের মধ্যেও কারো অবস্থা গুরুতর নয়। এমসিএ’র কোন খেলোয়াড়কে ছুরিকাঘাত করা হয়নি বলেও সুত্রটি নিশ্চিত করেছে।