বাসস সংসদ-৪ : সরকার দেশে ১০০০টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করছে : ভূমিমন্ত্রী

135

বাসস সংসদ-৪
ভূমি-অফিস
সরকার দেশে ১০০০টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করছে : ভূমিমন্ত্রী
সংসদ ভবন, ২৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : সরকার দেশে ১০০০টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করছে। এর মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত ৩৪৪টির নির্মাণ কাজ শেষ হয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা জানান।
তিনি জানান, সারাদেশে ৫০৭টি উপজেলা ভূমি অফিস এবং ৩ হাজার ৪৫৭টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে।
সরকারি দলের অপর সদস্য মো. মামুনুর রশীদ কিরণের এক লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জমির নামজারি ও রেকর্ড সংশোধন সংক্রান্ত রাজস্ব মামলাগুলোর নিষ্পত্তির জন্য মহানগরের ক্ষেত্রে ৬০ ও অন্যান্য ক্ষেত্রে ৪৫দিন ধার্য করা রয়েছে। তাছাড়া প্রবাসীদের নামে জমির নামজারির জমাভাগ নিষ্পত্তির জন্য মহানগরের ক্ষেত্রে ১২ কার্যদিবস এবং অন্যান্য ক্ষেত্রে ৯ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা রয়েছে। ওই নিদের্শনার আলোকে মামলাগুলো যথাসময়ে নিস্পত্তি হয়েছে।
মন্ত্রী বলেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিভিল কোর্টে রুজুকৃত মামলাগুলো দেওয়ানী কার্যবিধি অনুযায়ী পরিচালিত হয় বিধায় এসব মামলা নি®পত্তির বিষয়ে জনবান্ধব নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের কোন সুযোগ নেই।
বাসস/এমএসএইচ/১৮২৫/বেউ/-আসচৌ