জহুর আহমেদ স্টেডিয়ামে ওয়ানডে পরিসংখ্যান

195

চট্টগ্রাম, ২৩ অক্টোবর ২০১৮ (বাসস) : চলমান বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের বাকী দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আগামীকাল দ্বিতীয় ও ২৬ নভেম্বর এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এখন পর্যন্ত এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ১৯টি ম্যাচ। এরমধ্যে ১৭টি ম্যাচের ফলাফল নিষ্পত্তি হলেও ২টি ম্যাচ হয় পরিত্যক্ত। ১৭টি ম্যাচের কিছু উল্লেখযোগ্য রেকর্ড:
ম্যাচ : ১৯টি, নিষ্পত্তি-১৭টি, সবগুলো ম্যাচই খেলেছে- বাংলাদেশ, সবচেয়ে বেশি জয়- বাংলাদেশ (১০টি)।
সর্বোচ্চ দলীয় সংগ্রহ : শ্রীলংকা- ৩০৯/৭, ৫০ ওভার, প্রতিপক্ষ- বাংলাদেশ, সাল- ২০০৬।
সর্বনি¤œ দলীয় সংগ্রহ : জিম্বাবুয়ে- ৪৪/১০, ২৪.৫ ওভার, প্রতিপক্ষ- বাংলাদেশ, সাল- ২০০৯।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে)- ১১৮*, প্রতিপক্ষ- বাংলাদেশ, সাল- ২০০৯।
সবচেয়ে বেশি রান : তামিম ইকবাল (বাংলাদেশ)- ১৪ ম্যাচে ৪৯৭ রান।
সবচেয়ে বেশি উইকেট : সাকিব আল হাসান (বাংলাদেশ)- ১৫ ম্যাচে ৪৮৪ রানে ৩০ উইকেট।
সেরা জুটি : তামিম ইকবাল-আনামুল হক (বাংলাদেশ)- ১৫৮ রান, প্রতিপক্ষ- জিম্বাবুয়ে, সাল- ২০১৪।