বাসস সংসদ-২ : সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০১৮ এর রিপোর্ট উপস্থাপন

149

বাসস সংসদ-২
বিল-রিপোর্ট
সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০১৮ এর রিপোর্ট উপস্থাপন
সংসদ ভবন, ২৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০১৮ এর ওপর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট আজ সংসদে উপস্থাপন করা হয়েছে।
কমিটির সভাপতি বেগম মন্নুজান সুফিয়ান রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
বিদ্যমান আইনের হাল নাগাদ ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে গত ২১ অক্টোবর
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এ সুষ্ঠু শিল্প সম্পর্ক বজায় রাখতে কর্মস্থলে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত, নিরাপত্তার পরিবেশ সৃষ্টি, ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া সহজ করা, শ্রমিকের অধিকার সুরক্ষা এবং জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি করতে কতিপয় সংশোধনীর প্রস্তাব করা হয়।
বাসস/এমআর/১৬৫৫/বেউ/-আসচৌ