বাসস ক্রীড়া-৩: চট্টগ্রামেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

138

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-ওয়ানডে-প্রিভিউ
কালই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ
চট্টগ্রাম, ২৩ অক্টোবর ২০১৮ (বাসস) : ওপেনার ইমরুল কায়েসের ১৪৪ রানের সুবাদে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ জিতে নিবে টাইগাররা। আর এ কাজটি বন্দর নগরী চট্টগ্রামেই করতে চায় মাশরাফির দল। সিরিজের শেষ দুই ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আগামীকাল বেলা আড়াইটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।
ফেভারিটের তকমা নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। কিন্তু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচের শুরুতেই বিপদে পড়ে গিয়েছিলো টাইগাররা। স্কোর বোর্ডে ১৭ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করা লিটন দাস ৪ ও অভিষেক ম্যাচ খেলতে নামা ফজলে মাহমুদ ফিরেন শুন্য হাতে।
পরবর্তীতে শুরুর ধাক্কাটা সামলে উঠার চেষ্টা করেন আরেক ওপেনার ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে ৪৯ রান যোগ করেন ইমরুল ও মুশফিক। মুশফিকের ১৫ রানে বিদায়ের পর ইমরুলের সাথে ৭১ রানের জুটি দলকে ভালো স্কোর গড়ার পথ দেখান মোহাম্মদ মিথুন। ব্যক্তিগত ৩৭ রানে মিথুনের আউটে বিপদ বাড়ে বাংলাদেশের। ২ রানের ব্যবধানে মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ আউট হন। ফলে ৬ উইকেটে ১৩৯ রানে পরিণত হয় বাংলাদেশ। এই অবস্থায় দাড়িয়ে নিজেদের ধৈর্য্যের পরীক্ষা দেন ইমরুল ও সাইফউদ্দিন।
সপ্তম উইকেটে ১২৭ রানের জুটি গড়েন ইমরুল ও সাইফ। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সপ্তম উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। ইমরুল ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১৪৪ রানে থামেন। সাইফের ব্যাট থেকে আসে ৫০ রান। ফলে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
বাংলাদেশের ২৭২ রানের লক্ষ্য স্পর্শ করতে গিয়ে মারমুখী মেজাজে শুরু করে জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ৪৩ বলে ৪৮ রান যোগ করেন সফরকারীদের দুই ওপেনার অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও চেপাস ঝুয়াও। তবে এই জুটির ভাঙ্গনের পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। ১৬৯ রানে অষ্টম উইকেট হারিয়ে ম্যাচ হার নিশ্চিত করে ফেলে তারা। নবম উইকেটে ৬৭ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়কে দীর্ঘায়িত করেছেন সিন উইলিয়ামস ও কাইল জার্ভিস। উইলিয়ামস অপরাজিত ৫০ ও জার্ভিস ৩৭ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪৩ রান করে জিম্বাবুয়ে।
দলের এমন পারফরমেন্সের পরও টপ-অর্ডার নিয়ে খুশী হতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় ম্যাচের আগে মাশরাফি বলেন, ‘টপ অর্ডারে একজন ব্যাটসম্যান একশ করার পরেও দলীয় রান তিনশ হচ্ছে না। টপ অর্ডারের একজন সেঞ্চুরি পেলে দলীয় সংগ্রহ তিনশ ছাড়িয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। এই জায়গাটা চিন্তার। টপ অর্ডারে বড় সংগ্রহের পর পরের দিকে, যে সাহায্যটা দরকার সেটা এত পরে আসছে যে রানটা বড় হচ্ছে না। এই জায়গায় মানিয়ে নিতে হবে।’
দলের টপ-অর্ডার ও সিনিয়দের কাছে বড় ইনিংস চাইছেন জিম্বাবুয়ের কোচ লালচাঁন রাজপুত। দ্বিতীয় ওয়ানডের আগে তিনি বলেন, ‘দলের সিনিয়র খেলোয়াড়দের আরও দায়িত্বশীল হতে হবে। অধিনায়ক মাসাকাদজা প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিল। আশা করছি, ওয়ানডে সিরিজেও ভালো কিছু করতে পারবে। ব্রেন্ডন টেইলর ভালো শুরু করে তা ধরে রাখতে পারছে না। আশা করি, সেও বড় স্কোর করতে পারবে।’
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আবু হায়দার, আরিফুল হক, ফজলে মাহমুদ, ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম ও রুবেল হোসেন।
জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), তেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, সলোমন মির, পিটার মুর, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, জন নিয়ুম্বু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো, সিন উইলিয়ামস ও চেপাস ঝুয়াও।
বাসস/এএসজি/এএমটি/১৬২০/নীহা